প্রাণীদের প্রতি দারুণ এক ভালোবাসা দেখালেন অভিনেত্রী জয়া আহসান। ৯ ডিসেম্বর খিলগাঁওয়ে অবস্থিত ‘রবিনহুড দ্য রেসকিউড এনিম্যাল’ পরিবারের প্রায় ৫০টি কুকুর-বিড়াল নিয়ে আনন্দঘন মুহূর্ত পার করেন তিনি। নানা জাতের কুকুর ও বিড়াল নিয়ে এ সময় তিনি ফেসবুক লাইভেও আসেন। শহরের অলিগলিতে আহত হয়ে পড়ে থাকা কিংবা বিভিন্ন স্থানে জীবনঝুঁকিতে থাকা প্রাণীর জীবন বাঁচাতে নিজ বাড়ির ছাদে এই আশ্রয়কেন্দ্র গড়ে তোলেন অভিনেতা আফজাল খান। সেখানেই গিয়েছিলেন জয়া। আফজাল খান বলেন, ‘বিপদে পড়া প্রাণীদের উদ্ধারের কাজটি আট বছর ধরে করছি। অনেক অভিনেতা-অভিনেত্রী বিভিন্ন সময় এখানে এসেছেন। জয়া আহসানও কুকুর পালেন। প্রাণীদের প্রতি ভালোবাসা আছে তাঁরও। সেই টান থেকেই অনেক ব্যস্ততার মাঝেও তিনি এখানে এসেছেন। এখানকার প্রাণীদের সন্তানের মতো আদর করেছেন। প্রাণীর কল্যাণে কাজ করবেন বলেও কথা দিয়েছেন। প্রাণীর প্রতি তাঁর এই ভালোবাসায় আমি মুগ্ধ।
