স্পোর্টস ডেস্ক :
ছুটি কাটিয়ে ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরেসিংহে। রোববার রাত সাড়ে ১০টার পর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি।
বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিশ্বব্যাপী জঙ্গি হামলায় নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে গুলশান ও শোলাকিয়ায় হামলা হওয়ায় বাংলাদেশে বিদেশি কোচিং স্টাফদের নিরাপত্তা শঙ্কা বেড়ে যায়।
বিসিবি তাদের জন্য দেহরক্ষীর ব্যবস্থা সহ নিরাপত্তা বৃদ্ধিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। নিরাপত্তা জনিত কারণে নিজেদের ইচ্ছায় থাকার জন্য কুর্মিটোলা গলফ ক্লাবকে উঠেছেন বিদেশি কোচরা।
তাই বনানীর পুরনো বাসা ছেড়ে এখন থেকে কুর্মিটোলা গলফ ক্লাবেই থাকবেন হাথুরুসিংহে।