জাপার সাবেক এমপি আনিসুরের বিরুদ্ধে মামলা
২৪ ঘন্টা খবর: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (এমপি) আনিসুর রহমান মানিকসহ পাঁচজনের বিরুদ্ধে ময়মনসিংহের ৩ নম্বর আমলি আদালতে মামলা হয়েছে। ময়মনসিংহের সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিঠফুল ইসলামের আদালতে রবিবার ত্রিশাল উপজেলার বারই গ্রামের হাফিজ উদ্দিন মামলাটি করেন। তবে এখনো কোনো আদেশ দেননি বিচারক। মামলার অন্য আসামিরা হলেন- আনিসুর রহমান মানিকের ভাই মুকলেছুর রহমান মুকুল ওরফে খালেক রাজাকার, সাইদুর রহমান রতন, শামছুল হক ফকির ও সুলতান আহমেদ ফকির। তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। মামলার আরজিতে বলা হয়েছে, ১৯৭১ সালের ১০ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ হামনকে নিজ বাড়ি থেকে রাজাকাররা ধরে আহাম্মদাবাড়ি রাজাকার ক্যাম্পে নিয়ে নির্যাতন করে। ওই দিন রাত ৮টায় তৎকালীন রাজাকার কমান্ডার আনিসুর রহমান মানিক রাইফেল দিয়ে বুকে গুলি করে মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ হামনকে হত্যা করে। আরজিতে মামলার বাদী নিজেকে স্বাধীনতার স্বপক্ষের শক্তি এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে পরিচয় দিয়েছেন। বাদীর পক্ষে এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, এ্যাডভোকেট পিযূষ কান্তি সরকার ও এ্যাডভোকেট সাদিয়া আফসানা লিনা মামলাটি আদালতে উপস্থাপন করেন।