ইংল্যান্ডের বিরুদ্ধে চালকের আসনে পাকিস্তান
২৪ ঘন্টা খবর :পাকিস্তান-ইংল্যান্ড তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের তৃতীয় দিন শেষে ৩৫৮ রানের লিড নিয়ে চালকের আসনে রয়েছে পাকিস্তান। ম্যাচের বাকি এখনও দুইদিন। পাকিস্তানের হাতে এখনও রয়েছে ৭ উইকেট। ফলে সময় যতই যাচ্ছে ইংল্যান্ডের লক্ষ্যমাত্রার বোঝাটাও তত ভারি হচ্ছে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের প্রথমদিন টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। ব্যাটে নেমে সব উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩৭৮ রান করে তারা। পাক অধিনায়ক মিসবাহ-উল-হক ১০২ রান করেন। এরপর ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসের ব্যাটে নেমে সব উইকেট হারিয়ে ২৪২ রান করে। ফলে ১৩৬ রানে এগিয়ে থাকে পাকিস্তান। এরপর পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে শনিবার পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২২২ রান করেছে। ইউনিস খান ৭১ ও মিসবাহ-উল-হক ৮৭ রানে অপরাজিত আছেন। এই সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়েছিলো। এর আগে দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের চেয়ে ১৯৬ রানে এগিয়ে থাকে মিসবাহ বাহিনী। পাকিস্তানের করা প্রথম ইনিংসে ৩৭৮ রানের জবাবে দিন শেষে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড ১৮২ রান তুলে। আলোক স্বল্পতার কারণে দিনের খেলা আগেই শেষ হয়। প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে সেঞ্চুরি করেছেন মিসবাহ উল হক। ১৯৭ বল মোকাবেলা করে পাকিস্তান দলপতি ৮টি চার আর ৫টি ছক্কায় তার ইনিংসটি সাজান। দ্বিতীয় সর্বোচ্চ ৮৩ রান আসে আসাদ শফিকের ব্যাট থেকে। এছাড়া ওপেনার শান মাসুদ ৫৪, ইউনিস খান ৫৬, সরফরাজ আহমেদ ৩২ রান করেন। ইংলিশদের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন মার্ক উড এবং মঈন আলি।