রাজধানীর ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সোমবার বিকেলে মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এ সব কথা বলেন। জেলহত্যা দিবস উপলক্ষে আগামী ২ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির শোক দিবসে বিকৃত জন্মদিন পালন করে সে বাঙালী নারী জাতির ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। বিকৃত রুচির এ মহিলা তার সন্তানদেরও বিকৃত রুচির করে গড়ে তুলেছেন।’
তিনি বলেন, ‘মা-ছেলে এখন বিদেশে বসে দেশের মানুষ মারার ফন্দি আটছেন। তার হাত থেকে জাতিকে রক্ষা করতে দেশের নারী সমাজকে এগিয়ে আসতে হবে।’ সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘খালেদা জিয়ার ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে। দেশে পেরে উঠতে না পেরে এখন বিদেশে বসে খালেদা জিয়া ও তার পুত্র দেশবিরোধী ষড়যন্ত্র করছে।’
সাবেক হুইপ খালেদা খানমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আবদুস সোবহান গোলাপ, ফজিলাতুন্নেসা ইন্দিরা।