বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা হৃতিক রোশান তার পরবর্তী সিনেমা আশুতোষ গোয়াড়িকরের মহেঞ্জোদারো তে রাজপুত্রের ভূমিকায় অভিনয় করবেন। এরপরের সিনেমাতেই তাকে দেখা যাবে ‘পাইরেটের’ ভূমিকায়। হ্যাঁ, হৃতিকের পরবর্তী সিনেমা থাগ- এ জনি ডেপের জনপ্রিয় চরিত্রটিতে দেখা যাবে এ তারকাকে। এ সম্পর্কে একটি সূত্র বলেছেন, ‘যশ রাজ ফিল্মস বর্তমানে দুটি অ্যাকশন-ড্রামা সিনেমার কাজ করছে, এর মধ্যে একটি ধুম ফোর আর অন্যটি থাগ। দুটো সিনেমারই পরিচালনায় থাকবেন ভিক্টর। সামনে জানুয়ারি থেকে থাগ সিনেমার শুটিয়ের কাজ শুরু হবে। এটি একটি ফ্যান্টাসি সিনেমা। এর কাহিনি নেওয়া হয়েছে ঐতিহাসিক একটি ঘটনা থেকে, যেখানে দেখানো হবে একজন পাইরেট (হৃতিক) এবং তার ক্রুদের দুঃসাহসিক অভিযান।’ তিনি আরো বলেন, ‘পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান সিনেমায় ক্যাপটেন জ্যাক স্প্যারোর (জনি ডেপ) চরিত্রটি যেমন, থাগ সিনেমাটিতে হৃতিকের চরিত্রটি ঠিক সেরকম। ‘ধুম’ সিরিজের মতো আদিত্য ‘থাগ’ সিরিজ ফ্র্যাঞ্চাইজি করতে চান। তবে তা নির্ভর করছে থাগ সিনেমাটির সাফল্যের ওপর।’ চরিত্র নিয়ে হৃতিক নাকি বেশ উচ্ছ্বসিত। এ সম্পর্কে সূত্রটি বলেন, ‘পাইরেটসের ভূমিকায় অভিনয়ের বিষয়ের হৃতিক বেশ উচ্ছ্বসিত। কারণ তিনি আগে এ ধরনের চরিত্রে অভিনয় করেননি।’ হৃতিক এখন ব্যস্ত রয়েছেন মহেঞ্জোদারো সিনেমার শুটিং নিয়ে। আশুতোষ গোয়াড়িকারের পরিচালনায় যোধা আকবর সিনেমার পর একই পরিচালকের মহেঞ্জোদারো সিনেমাতে অভিনয় করছেন হৃতিক রোশান। সিন্ধু সভ্যতার প্রেক্ষাপটে একটি প্রেম কাহিনিকে কেন্দ্র করে সাজানো হয়েছে মহেঞ্জোদারো সিনেমার গল্প।