২৪.কম: জামালপুরের মেলান্দহে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের চারজন। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার নয়ানগর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কমিউটার ট্রেন-২ নয়ানগর রেলক্রসিংয়ের সময় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ছয়জন নিহত হন।