তাভেলা হত্যা : ৩ জন আট দিনের রিমান্ডে
Posted by: admin
October 26, 2015
in অপরাধ
Leave a comment
২৪ ঘন্টা খবর : ইতালীর নাগরিক তাভেলা সিজার হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার চারজনের মধ্যে তিনজনকে আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালতে সোমবার দুপুরে তাদের হাজির করে ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি। ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান শুনানি শেষে তিনজনের বিরুদ্ধে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। রিমান্ডে নেওয়া তিনজন হলেন— ভাগ্নে রাসেল ওরফে কালা রাসেল, চাকতি রাসেল ও সাখাওয়াত হোসেন শরীফ। শুটার রুবেল আদালতে ১৪৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। রাজধানীর বিভিন্ন এলাকায় রবিবার অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে তাভেলা হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। তাদের কাছ থেকে তাভেলা হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-কমিশনার শেখ নাজমুল আলম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সরাসরি কিলিং মিশনে অংশ নেওয়া তিনজন এবং তাদের এক সহযোগীকে আটক করা হয়েছে। এ ছাড়া তাভেলা হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এদিকে সোমবার এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘তাভেলা সিজারকে বড় ভাইয়ের নির্দেশেই হত্যা করা হয়েছে।’ তবে হত্যার নির্দেশদাতা ‘বড় ভাইয়ের’ পরিচয় প্রকাশ করেননি তিনি। আছাদুজ্জামান জানান, হত্যায় জড়িত সন্দেহে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে ডিবি। রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইতালীর নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাভেলা সিজার।
2015-10-26