নাশকতা মামলায় আওয়ামীপন্থী শ্রমিক নেতা গ্রেফতার
Posted by: admin
October 26, 2015
in অপরাধ
Leave a comment
২৪ ঘন্টা খবর : জয়পুরহাটে একাধিক নাশকতা সহ ৭টি মামলার অন্যতম আসামি আওয়ামীপন্থী শ্রমিক নেতা গোলাম মোর্তুজা শিপলুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তিনি জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ২টার দিকে জয়পুরহাট পৌর এলাকার শান্তিনগরস্থ তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে এক ব্রিফিংয়ে ডিবি পুলিশ জানায়, জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা গোলাম মোর্তুজা শিপলুর বিরুদ্ধে ২০১৪ সালে জাতীয় নির্বাচনের আগে অবরোধ চলাকালীন সময়ে জেলার ক্ষেতলাল উপজেলার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের মাটিরঘর ও হিচমী এলাকায় ২টি যাত্রীবাহি বাস পোড়ানো, সদর উপজেলার উড়ি-মাধবপাড়া ও পুরানাপৈল এলাকায় রেল লাইন উপড়ানো,জয়পুরহাট শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন জেলা আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ, রেলগেট সংলগ্ন কেন্দ্রীয় মসজিদ চত্বরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত ১৪দলের শান্তি সমাবেশে বোমা হামলা ও শ্রমিক নেতাকে মারপিট করা সহ তার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। গত ২০১৩ সালের ২৩জানুয়ারি আওয়ামীপন্থী এ শ্রমিকনেতা শহরের জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা জাতীয়তাবাদী যুবদল আয়োজিত সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দিয়েছিল। ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে তার বিরুদ্ধে নাশকতার ৭টি মামলা দায়ের হলে সে এ সব মামলা থেকে বাঁচতে চলতি বছরের ১৩জুন তার দলবলে আওয়ামী লীগে যোগ দেন।তবে এখনও আওয়ামী লীগের কোন কমিটিতে গোলাম মোর্তুজা শিপলুকে অর্ন্তভুক্ত করা হয়নি বলে যুগান্তরকে জানান জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এসএম সোামান আলী ।
2015-10-26