পরীর জন্মদিনে সিনেমা উপহার
২৪ ঘন্টা খবর : জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শনিবার ২৪ অক্টোবর পালিত হলো চিত্রনায়িকা পরীমনির জন্মদিন। রাজধানীর একটি রেস্তোরাঁয় এ নায়িকার জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নায়িকাকে শুভেচ্ছা জানান তার আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্খিরা। পরীকে শুভকামনা জানানোর পাশাপাশি নানা উপহার দেন তারা। তবে পরীমনিকে একেবারে ভিন্নধর্মী একটি উপহারের দিলেন তরুণ নির্মাতা তারেক শিকদার। অনুষ্ঠানে এ পরিচালক তার নতুন সিনেমা দাগ-এ পরীমনিকে নায়িকা হিসেবে নেওয়ার ঘোষণা দেন। পরীও তার প্রস্তাবকে সানন্দে গ্রহণ করেন। সিনেমাটিতে পরীর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।এ প্রসঙ্গে পরিচালক তারেক শিকদার বলেন, ‘সম্প্রতি এ সিনেমায় পরী-বাপ্পি চুক্তিপত্রে সাইন করেছেন। আজ পরীর জন্মদিনে এটির ঘোষণা করলাম। চলতি বছরের ডিসেম্বরে ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং করবো।’ এ বিষয়ে পরীমনি বলেন, ‘জন্মদিন যেকোনো মানুষের জন্যেই আনন্দের। সেই দিনে নতুন সিনেমায় কাজ করার খবরটা সেই আনন্দকে আরো বাড়িয়ে দিল।’ তিনি জানান এর আগেও বাপ্পির সঙ্গে এক সিনেমা কাজ করেছেন। লাভার নাম্বার ওয়ান শিরোনামের ছবিটি দর্শকও ভালোভাবে নিয়েছেন। তিনি দাগ নিয়েও ভালো কিছু হবে বলে প্রত্যাশা করেন। ভিশন অডিও প্রযোজিত এ সিনেমায় বাপ্পি-পরী ছাড়াও আরো অভিনয় করবেন ডি জে সোহেল, শতাব্দী ওয়াদুদ, লিনা ফেরদৌস, সেলিম আহমেদ প্রমুখ। এর গল্প লিখেছেন কামাল আহমেদ। চিত্রনাট্য ও সংলাপ খিলেছেন রফিকুজ্জামান। সিনেমাটিতে মোট পাঁচটি গান থাকছে। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন আলী আকরাম শুভ।