আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওকলাহামা স্টেট এ গাড়ির নিচে চাপা পড়ে দু’বছরের শিশুসহ কমপক্ষে ৪ জন নিহত এবং আরো ৪০ জন আহত হয়েছে। আভেরে চেম্বার্স নামে এক মাতাল মহিলা ওই গাড়ির চালক ছিলো।
শনিবার ওকলাহামা অঙ্গরাজ্যের এক বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শনিবার ওকলাহামা স্টেট ইউনিভার্সিটিতে আসন্ন অ্যালমেনাই উপলক্ষে কুচকাওয়াজ মহড়া চলছিল। এসময় একটি দ্রুতগতির ধূসর রঙের হুন্দাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সোজা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উঠে আসে এবং কুচকাওয়াজ মহড়া উপভোগ করতে থাকা দর্শকদের ওপর আঘাত হানে।
গাড়িটি চালাচ্ছিলেন ২৫ বছর বয়সী এক স্থানীয় নারী।