রাজশাহী মহানগর জামায়াতের আমির গ্রেফতার
Posted by: admin
October 26, 2015
in অপরাধ
Leave a comment
২৪ ঘন্টা খবর : রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. আবুল হাশেমকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর বিনোদপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মহানগর জামায়াতের একটি সূত্র জানায়, গ্রেফতারকৃত জামায়াতের আমির ঢাকায় ব্যক্তিগত কাজ শেষে শনিবার রাত ৮টার দিকে নগরীর বিনোদপুর এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন। এর কিছু সময় পর সাদা পোশাকে নগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে বাসা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যায়। এদিকে নগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা ড. হাশেমকে গ্রেফতারের খবর প্রথম দিকে অস্বীকার করলেও পরে স্বীকার করেন। আরএমপি’র কমিশনার মো. শামসুদ্দিন জানান, মহানগর জামায়াতের আমিরের গ্রেফতারের বিষয়টি নিরাপত্তার কারণে প্রথমে কাউকে জানানো হয়নি। বর্তমানে তাকে নগর গোয়েন্দা কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যাসহ বেশ কয়েকটি নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলা অন্যতম আসামি বলেও জানান ওই
2015-10-26