সাকিব রংপুরে, মাশরাফি কুমিল্লায়, মুশফিক সিলেটে
২৪ ঘন্টা খবর : অবশেষে আইকনদের ঠিকানা নিশ্চিত হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। অন্যদিকে, মাশরাফি বিন মর্তুজাকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর মুশফিকুর রহিমকে দলে পেয়েছে সিলেট সুপারস্টার্স। বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে দল গঠন করে আগামী আসরে অংশ নিতে যাওয়া ৬ ফ্র্যাঞ্চাইজি। এর শেষ পর্যায়ে হয় ৬ আইকন খেলোয়াড়ের লটারি। লটারিতে ১ নম্বর হয়ে সাকিবকে ডেকে নিতে মোটেও দেরি করেনি রংপুর। ৩ ধরনের ক্রিকেটেই আইসিসির অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় সাকিব ছিলেন এই পর্বের মনোযোগের কেন্দ্রবিন্দুতে। ২ নম্বর হওয়া কুমিল্লা ডেকে নেয় মাশরাফিকে। দেশসেরা এই পেসার ছিলেন আগের ২ আসরের চ্যাম্পিয়ন দল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক। ৩ নম্বর হওয়া বরিশাল বুলস বেছে নেয় অলরাউন্ডার মাহমুদউল্লাহকে। আগের ২ আসরে চট্টগ্রাম কিংসের অধিনায়ক ছিলেন তিনি। অন্যদিকে, ৪ নম্বর হওয়া চট্টগ্রাম ভাইকিংস বেছে নেয় ঘরের ছেলে তামিম ইকবালকে। লটারির আগে সিলেট সুপারস্টার্স বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে মুশফিকুর রহিমকে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। লটারিতে ৫ নম্বর হওয়ার পর টেস্ট অধিনায়ককেই বেছে নিয়েছে তারা।
অবধারিত ভাবেই ঢাকা ডায়নামাইটস পেয়েছে নাসির হোসেনকে।
বিপিএলে আইকন খেলোয়াড়দের ঠিকানা-
বরিশাল বুলস : মাহমুদউল্লাহ রিয়াদ
চিটাগাং ভাইকিংস : তামিম ইকবাল
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : মাশরাফি বিন মর্তুজা
ঢাকা ডাইনামাইটস : নাসির হোসেন
রংপুর রাইডার্স : সাকিব আল হাসান
সিলেট সুপারস্টার্স : মুশফিকুর রহিম