আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া উপকূল থেকে অন্তত ৪০টি লাশ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ডের সদস্যরা। স্থানীয় সূত্রের বরাত দিয়ে রবিবার তুরস্কের গণমাধ্যমে এ কথা বলা হয়েছে। লাশগুলো ইউরোপগামী অভিবাসীর বলে মনে করা হচ্ছে।
লিবিয়ার রেড ক্রিসেন্টের মুখপাত্র মাহমুদ আল মিসরাতির বরাত দিয়ে খবরে বলা হয়েছে, জিলতেন, আলখামস ও কার্বোলি শহরের উপকূল থেকে ৪০টি লাশ উদ্ধার করা হয়েছে। লিবিয়ার কোস্টগার্ডের সঙ্গে রেড ক্রিসেন্টের সদস্যরাও উদ্ধার অভিযানে সমন্বয় করছে বলে উল্লেখ করেন তিনি।
খবরে বলা হয়েছে, রাজধানী ত্রিপোলীর উপকূলেও উদ্ধার অভিযান চলছে। স্থানীয়রা দুই দিন আগে লাশ ভাসতে দেখে কর্তৃপক্ষকে জানালে উদ্ধার অভিযান শুরু হয়। একসঙ্গে এত লাশ দেখে মনে করা হচ্ছে, লিবিয়া উপকূলের কোনো এক স্থানে ইউরোপগামী নৌকা ডুবে গেছে।
তবে জীবিত কাউকে পাওয়া গেছে কিনা কিংবা অভিযানের বিষয় সম্পর্কে লিবিয়া সরকারের পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি