সালমান-সোনম অভিনীত সিনেমাটি মুক্তির আগে থেকেই আলোচিত। সেন্সর বোর্ড সে আলোচনায় উত্তাপ বাড়িয়ে দিল।
সম্প্রতি সেন্সর ছাড়পত্রের জন্য আবেদন করেছে ‘প্রেম রতন ধন পায়ো’। পারিবারিক সিনেমাটির তিনটি দৃশ্যে আপত্তি জানিয়েছে বোর্ড। ওই দৃশ্যগুলো কর্তন সাপেক্ষে মুক্তি পেতে পারে সিনেমাটি।
শুক্রবার ‘প্রেম রতন ধন পায়ো’র সেন্সর শো হয়। সেখানে তারা ‘চিনার’ শব্দটিতে আপত্তি জানিয়েছেন। এ ছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন আশঙ্কায় একটি গানের দৃশ্যে পরিবর্তন আনতে বলেছে।
দেওয়ালি উৎসবকে কেন্দ্র করে ১২ নভেম্বর মুক্তি পাবে ‘প্রেম রতন ধন পায়ো’।
– See more at: http://www.abnews24bd.com/2015/10/27/87669.php#sthash.8GPXIqQi.dpuf