নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সত্যবান হাজং নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
আসামিদের উপস্থিতিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ এ রায় দেন।