বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা মহানগরীর ব্যস্ততম সোনাডাঙ্গা বাস টার্মিনালের সামনের মজিদ সরণির দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে সড়কে এমন দৃশ্যের দেখা মেলে।
এসময় সড়কে রোগীদের মতো কর্মমুখী ও বিভিন্ন গন্তব্যের যাত্রীরাও যানজটে ভোগান্তির শিকার হন। অনেকে অভিযোগ করেন, এ সমস্যা নিত্যদিনের।
মংলায় সড়ক দুর্ঘটনায় আহত রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের ড্রাইভার মোহাম্মদ আব্দুল্লাহ জানান, জ্যামে আটকে পড়ার পর তার রোগী ছটফট করছিলেন। তিনি আধা ঘণ্টা নিরুপায় হয়ে বসে থাকলেও দায়িত্বরত ট্রাফিক সদস্যরা কেউ জ্যামে ছাড়াতে এগিয়ে আসেনি। বরং তারা নিরাপদে ছায়ায় পা তুলে দাঁড়িয়ে ছিলেন।
তিনি আরো জানান, এ যানজটে রোগী বহনকারী আরো অ্যাম্বুলেন্স আটকে ছিলো।
যানজট চলাকালে ডিভাইডারের উপর পা তুলে দাঁড়িয়ে থাকা অবস্থায় কথা হয় ট্রাফিক সদস্য নকিবের সঙ্গে।
এসময় তিনি বলেন, ব্যস্ততম এ জায়গায় আমরা মাত্র চারজন দায়িত্ব পালন করছি। হঠাৎ হঠাৎ জ্যাম তৈরি হয়। এতে আমাদের কিছু করার নেই।
এ জন্য ইজিবাইককেই দুষলেন তিনি।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এসি কলিমুল্লাহ বলেন, বাসস্ট্যান্ডের সামনের সড়কে সার্জেন্টসহ চারজন দায়িত্ব পালন করছেন। বিষয়টি আমি এখনই দেখছি। কেউ দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।