সংঘর্ষের পর রনি নামে একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
রনি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ ফ ম টুটুলের অনুসারী হিসেবে পরিচিত।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে টুটুলের অনুসারীদের সঙ্গে স্থানীয় ছাত্রলীগের একপক্ষের সংঘর্ষ শুরু হলে উভয়পক্ষ গোলাগুলি করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
গুলিবিদ্ধ বাবু ও রাসেল ছাত্রলীগ কর্মী বলে স্থানীয় জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুল ইসলাম মামুন জানান।
আহতদের প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে বলে পরিদর্শক সামসুজ্জামান জানিয়েছেন।
তিনি বলেন, সংঘর্ষের পর স্থানীয়রা রনিকে একটি পিস্তলসহ আটক করে মারধর করে পুলিশে দেয়। তাকে পুলিশ হেফাজতে কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়েছে।