স্টাফ রিপোর্টার : ৩০/১০/২০১৫ তারিখ রাত ০০:৩৫ টায় রাজধানী তেজগাঁও এবং ধোলাইখাল এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসচক্রের ১৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ জোাবায়ের হোসেন ২। মোঃ সাজু আহমেদ ৩। মোঃ মাহমুদুল হাসান ৪। সামিউল ইসলাম ৫। ছাব্বির হোসেন ৬। মোঃ হাসানুর রশিদ ৭। মোঃ মেহেদী হাসান ৮। মোঃ হৃদয় ইসলাম ৯। মোঃ রায়হান রাব্বি ১০। মোঃ আকাশ আহম্মেদ ১১। মোঃ তানভীর ১২। মোঃ সবুজ খান ১৩। মোঃ সোহাগ ১৪। মেহেদী হাসান ১৫। মোঃ আকিব বিন বারি ১৬। মোঃ নাহিদুল হক ও ১৭। মোঃ মানিক মিয়া।
এ সময় তাদের হেফাজত হতে মূল এসএসসি, এইচএসসি পরীক্ষার মূল সদনপত্র, ট্রান্সক্রিপ্ট, মোবাইল ফোন, হোয়াট্স আপে প্রেরণ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র, ফেসবুকে যোগাযোগ এবং অ্যাড দেয়ার কথাবার্তার ডাউনলোডকৃত কপি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা প্রথমে ভর্তিচ্ছুকদের কাছ থেকে ট্রান্সক্রিপ্ট, সনদপত্র, মোবাইল প্রভৃতি জিনিসপত্র তাদের কন্ট্রাককৃত টাকা হাতে পাওয়ার শর্তে জিম্মায় নেয়।
এ ব্যাপারে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ অপরাধ আইন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তেজগাঁও মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গোয়েন্দা ও অপরাধতথ্য (উত্তর) বিভাগের ডিসি শেখ নাজমুল আলম বিপিএম, পিপিএম-বার এর সার্বিক তত্ত্বাবধানে, এডিসি মোঃ শাহজাহান ও পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।