আন্তর্জাতিক ডেস্ক : মিসরের সিনাই উপত্যকায় শনিবার ২১২ আরোহীসহ একটি বেসামরিক বিমান নিখোঁজ হয়েছে। খবর রয়টার্সের।
লোহিত সাগরের শারম আল-শেখ রিসোর্ট থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই থেকে রাশিয়াগামী বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে মিসরীয় কর্তৃপক্ষ।
যাত্রীবাহী ওই বিমানটিতে মূলত রাশিয়ান পর্যটকরা ছিল।
সিনাই উপত্যকার নিরাপত্তা বাহিনী বিমানটি নিখোঁজের খবর নিশ্চিত করেছে।