শিবপুরে অবৈধ বেকারীতে তৈরি হচ্ছে নিন্মমানের খাবার
Posted by: admin
November 2, 2015
in Uncategorized
Leave a comment
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে অবৈধ এতটি বেকারী এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে তৈরি হচ্ছে নিন্মমানে খাবার। যা খেয়ে শিশুসহ সাধারণ মানুষ দিন দিন অসুস্থ হয়ে পড়ছে।
খোঁজ নিয়ে জানা যায়, শিবপুর উপজেলার কুমরাদী নতুন বাজারের উত্তর পার্শ্বে অবস্থিত ময়না ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে অবৈধভাবে বিভিন্ন ধরণের কেমিক্যালযুক্ত বিস্কুট, রুটি, কেকসহ নানা ধরণের নিন্মমানের খাবার তৈরী করে তা নরসিংদী জেলার সর্বত্র বাজারজাত করা হচ্ছে দীর্ঘদিন যাবৎ।
শুধু তাই নয় বেকারীর মালিক দুলাল প্রতারণা করে এসব নিন্মমানের খাবারের প্যাকেটে শিবপুর, নরসিংদী না লিখে প্রতারণামূলকভাবে ময়না ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী ঢাকা, বাংলাদেশ লিখে এসব নিন্মমানের খাবার বাজারজাত করে আসছে
এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন আগে বেকারীটি স্থাপন করার পর বেকারী থেকে নির্গত কালোধোঁয়ায় এলাকার শিশুসহ সাধারণ মানুষের মধ্যে শর্দি, কাশি, জ্বর, নিউমনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া পরিবেশের মারাত্মক বিপর্যয়ও ঘটছে বলে এলাকাবাসী জানান।
শুধু তাই নয় বেকারী থেকে নির্গত কালো ধোঁয়ার কারণে এলাকার আম, জাম, লিচু, কাঠাঁলসহ কৃষি ফসলের ও ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। উর্ধ্বতন কর্তৃক পক্ষের কাছে এলাকাবাসীর দাবী, অচিরেই এই বেকারীটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হোক।
2015-11-02