বিনোদন ডেস্ক : বাংলাদেশের প্রখ্যাত লালন সঙ্গীতশিল্পী ফরিদা পারভীনকে সংবর্ধনা জানিয়েছে লোকসঙ্গীত সংগঠন বাহিরানা ও মাদল।
কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) প্রেক্ষাগৃহে মঙ্গলবার সন্ধ্যায় তাকে সংবর্ধনা জানানো হয়। শিল্পীকে উত্তরীয়, শাড়ি, ফল, মিষ্টি ও আর্থিক পুরস্কার দিয়ে সংবর্ধনা জানান কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পরিচালক গৌতম ঘোষ, অমর পাল, আশা অডিও’র কর্তা মহুলা লাহিড়ী, এইচএমভি’র কর্তা এস এস করিম, আইসিসিআর’র অধিকর্তা গৌতম দেব, ড. তপন রায় প্রমুখ।
সংবর্ধনা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
ফরিদা পারভীন জানান, কলকাতায় এ সম্মাননা পেয়ে খুবই খুশি তিনি।