স্স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে আধিপত্য প্রদর্শন করে খেলার ইচ্ছা ব্যক্ত করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সবগুলো ম্যাচ জেতার প্রত্যয় ব্যক্ত করলেও র্যাঙ্কিং নিয়ে ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক।
সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজকে সামনে রেখে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নিজেদের প্রাথমিক লক্ষ্যের কথা জানিয়ে মাশরাফি বলেন, আমাদের প্রথম এবং প্রধান টার্গেট জয়। জিম্বাবুয়ের বিপক্ষে প্রতিটি ম্যাচে প্রাধান্য বিস্তার করে জিততে চাই।
আমাদের সে আত্মবিশ্বাস রয়েছে। তাদের হোয়াইটওয়াশ করাও অসম্ভব নয়। আমি মনে করি আসন্ন সিরিজ দুটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। যেকোনো সিরিজের প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ।
প্রথম ম্যাচটি জিততে পারলে স্বাভাবিকভাবে আত্মবিশ্বাস চলে আসে। আমরা প্রথম ম্যাচটি জিততেই মাঠে নামব। ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিং একটা গুরুত্বপুর্ণ বিষয় হয়ে দাঁড়াতে পারে।