বিনোদন ডেস্ক : হাসপাতাল থেকে ক’দিন আগে ফিরেছেন রিয়াজ। অন্তত একমাসের পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসক। কিন্তু সুস্থবোধ করায় শুটিংয়ে ফিরেছেন এই নায়ক। আজ সোমবার (৯ নভেম্বর) দুপুর থেকে বসুন্ধরা আবাসিক এলাকার তিনশো ফিট রাস্তায় ‘কৃঞ্চপক্ষ’ ছবির দৃশ্যধারণে আছেন তিনি।
হুমায়ূন আহমেদের উপন্যাস থেকে ‘কৃঞ্চপক্ষ’ নির্মাণ করছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন। ছবিটির সহকারী পরিচালক জুয়েল রানা জানান, রিয়াজ গতকাল রোববার উত্তরার হইচই শুটিং বাড়িতেও ছবিটির কাজে অংশ নেন।
ছবিটিতে রিয়াজের নায়িকা হিসেবে দেখা যাবে মাহিকে। আজ তিনিও আছেন শুটিংস্পটে।
প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে আগামী ১৩ নভেম্বর মুক্তি দেওয়ার কথা ছিলো ছবিটি। কিন্তু সেটি আর হচ্ছে না। সংশ্লিষ্টরা জানান, অচিরেই ‘কৃঞ্চপক্ষ’ মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হবে