বিনোদন ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা শাবনূরকে নতুন করে একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে দেখবেন দর্শক। বুধবার এফডিসিতে এর দৃশ্য ধারণের কাজ শুরু হবে। এটি নিদের্শনা দিচ্ছেন আহমেদ ইলিয়াস। শাবনূর বলেন, দীর্ঘ সময় পর বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে দেখা যাবে আমাকে। ভালোভাবে কাজটি শেষ করতে চাই। বাকিটা দর্শক বিচার করবেন।
অন্যদিকে নতুন এ বিজ্ঞাপনচিত্র নিয়ে নির্দেশক আহমেদ ইলিয়াস বলেন, এটি একটি ক্রোকারিজের বিজ্ঞাপনচিত্র। সকাল ১১টা থেকে ৯ নম্বর ফ্লোরে এর দৃশ্য ধারণের কাজ শুরু হবে।
প্রায় দুমাস পর ১৫ নভেম্বর একমাত্র সন্তান আইজানসহ অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেন শাবনূর। এবার বিজ্ঞাপন-চিত্রের মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন এ জনপ্রিয় অভিনেত্রী।
এছাড়া শিগগিরই তার অভিনীত ‘পাগল মানুষ’ ছবির বাকি কাজও শেষ করবেন তিনি। এটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। এখানে শাবনূরের বিপরীতে অভিনয় করছেন শাহেন খান।