কাঁচপুর মার্কেট মালিক কল্যাণ সমিতি কমিটিদের পরিচিতি সভা অনুষ্ঠিত
আব্দুল হালিম নিশাণ,নারায়ণগঞ্জ থেকেঃ
সোনারগাঁও থানার কাঁচপুর মসজিদ মার্কেট কল্যাণ সমিতির কার্যকরী পরিষদ কমিটিদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল দুপুর ১২ থেকে বিকেল ৫ টা পর্যন্ত মার্কেটের সকল দোকানপাট ব্যবসায়ীদের উপস্থিতিতে। মার্কেট কমিটির উদ্ধেগে সোনারগাঁও কাঁচপুর ইউনিয়ণ পরিষদের বিশিষ্ট নেতাকর্মীদের মাঝে মূল্যমান কথা অর্পণ করে সদস্যদেরকে কথার ঝুঁড়ি উপহার দেন। দীর্ঘদিন ধরে কাঁচপুর ইন্ডাস্ট্রিয়াল শিল্পঅঞ্চ্যল এলাকায় গড়ে ওঠা বহুতল ভবন মার্কেটের সরকারী বিধিমালা লঙ্ঘন হলেও বিভিন্ন রকমের আইনশৃংঙ্খলার বিধি মোতাবেক নতুন একটি কমিটি গঠন করে নিজেস্ব ভবনেই পরিচিতি সভায় আনুষ্ঠানিক ভাবে সাফল্য মন্ডিত গড়ে তুলেন। এবং ৫৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের সংবর্ধনা ও মিলন মেলায় কমিটির উপদেষ্টা মন্ডলিদের হাত থেকে সোনারগাঁও থানার বিভিন্ন নেতাকর্মীদেরকে ফুলেল পুষ্পমাল্য অর্পণ করেন। উক্ত অনুষ্ঠানের সভার উপস্থিত ছিলেন, সোনারগাঁও থানার আওয়ামীলীগের সভাপতি জনাব মো: মাহফুজুর রহমান কালাম, কাঁচপুর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চেয়ারম্যান, আরো অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থাকিয়া। মার্কেট কমিটির কর্যকারী পরিষদের পরিচিতি সভার উদ্ধেগে বাস্তবতার লক্ষে সোনারগাঁও থানা আওয়ামীলীগের সভাপতি মো: মাহফুজুর রহমান কালাম উপস্থিত বক্তাব্যে পেশ করে তিনি বলেন। কাঁচপুর ইউনিয়ণ পরিষদ ভারী শিল্পঅঞ্চ্যল হিসেবে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন মার্কেট। তাই সরকারী আদেশ ক্রমে, এ ধরনের দীর্ঘদিন পর পরিকল্পিত ভাবে গঠন করেছেন একটি কমিটি; যাহার কারণে আমি আনন্দিত, ৫৫ বিশিষ্ট এই কমিটিদের সজাগ দৃষ্টিগোচর করেছেন যে, তবে আপনারা ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কোন প্রকার চাপ সৃষ্টি করবেন না। যাহাতে তারা কোন প্রকার কষ্ট ভোগ করতে না হয়। কারণ আমরা আজকের অনুষ্ঠানের যে রকমের মেহমান, তারাও কিন্তু তেমনি আপনাদেরও মেহমান, কেননা তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ব্যবসা বাণিজ্য করে থাকেন। এবং কাঁচপুরে কোন প্রকার যেন কোন চাঁদাবাজি ও ছিনতাই না হয় সে দিকে আপনারা বিশেষ করে লক্ষ রাখবেন। এবং কাঁচপুর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান ফজলুল হক বলেন, আমি অনেক খুশি হয়েছি, আপনাদের কমিটির যে উদ্ধেগ আপনারা সুন্দার ও সুষ্ঠভাবে পরিচালনা করেন, আমার ধারা কোন প্রকার কোন ব্যবসায়ীদের ও আপনাদের কোন প্রকার সহযোগিতা করা লাগলে আমি করবো তিনি এধনের মূল্যমান কথাবার্তা বলেন। সুতারাং উপরিউক্ত কার্যকরী কমিটির পরিচিতি সভার প্রধান অতিথির ব্যনার উল্লেখিত সোনারগাঁও জননেতা লিয়াকত হোসেন খোকা এম.পি.মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৩ তিনি তার অনুপস্থিত জ্ঞাপন করেন। তাই উক্ত অনুষ্ঠানের ৫৫ বিশিষ্ট কার্যকরী কমিটিদের নামের তালিকা আলহাজ্ব আব্দুল মতিন খাঁন সভাপতি, জনাব আকমল হোসন সিনিয়র সহ-সভাপতি, সিরাজুল ইসলাম সহ-সভাপতি, জালাল উদ্দিন, মুকুল হোসেন খাঁন, আশরাফ আলী বাবুল, উক্ত কমিটির স্বপ্ন ভাজন জনাব আবুল খায়ের মুন্সি সাধারণ সম্পাদক, মনির হোসেন মনু সহ-সাধারণ সম্পাদক, পীর মোহাম্মদ পীরু, আ: কাদির মেম্বার, মো: সহিদুজ্জামান সাহিন, হারিবুর রহমান খাঁন, নজরুল ইসলাম খান, আমান খাঁন সাংগঠনিক সম্পাদক, আলমগীর হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক, মাহবুব রহমান, আরিফ দেওয়ান, সিরাজুল ইসলাম শিবলু, নূরুজ্জামান খাঁন জামান অর্থ সচিব, সালাউদ্দিন সহ-অর্থ সচিব, হারুন সাউদ দপ্তর সম্পাদক, সুলতান আলী মজুমদার সহ-দপ্তর সম্পাদক, কসিম উদ্দিন, শাহ্ আলম খাঁন প্রচার সম্পাদক, নুরুল আমিন খাঁন সহ-প্রচার, জাকির হোসেন, রেজাউল করিম তপন কার্যকরী সদস্য, জালাল বেপারী, জহিরুল হক মাষ্টার, জাকির খাঁন, সহিদুর রহমান স্বপন, ছাবেদ আলী আফসার উদ্দিন মিয়া, জলিল তালুক দার, মনির হোসেন খাঁন, ফজল মিয়া, জামাল হোসেন, মাসুদ পারভেজ, আ:নূর, গুলজার খাঁন, জাকির, জামান, আক্কাস, আ:মালেক, শাহ আলম, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, মিলন খাঁন, ফজল করিম, জহিরুল ইসলাম, মশিউর রহমান, মোরশেদ, গিয়াস উদ্দিন, তোফাজ্জল হোসেন ও মো: সৈয়দ হোসেন খাঁন প্রমূখ।