রূপগঞ্জে স্কুল শিক্ষার্থী অপহরণ
রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাহমুদা আক্তার নিপা নামে এক স্কুল শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার দক্ষিন নবগ্রাম এলাকা থেকে ওই স্কুল শিক্ষার্থীকে অপহরণ করা হয়। অপহৃত মাহমুদা আক্তার নিপা উপজেলার মুশরী এলাকার আব্দুল হকের মেয়ে। তিনি স্থানীয় আব্দুল হক উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর শিক্ষার্থী। অপহৃতের পিতা আব্দুল হক জানান, পার্শবতী টানমশুরী এলাকার মৃত আজিমুদ্দিনের ছেলে সুমন মিয়া দীর্ঘ দিন ধরে মাহমুদা আক্তার নিপাকে উত্যক্তসহ প্রেম নিবেদন করে আসছিলো। এ ঘটনায় সুমনের পরিবারের কাছে অভিযোগ করেও কোন ফল হয়নি। সোমবার দুপুরে স্কুলে যাওয়ার পথে দক্ষিন নবগ্রাম এলাকায় পৌছাবামাত্র সুমনসহ তার সহযোগী সরাফশ আলী, বাপ্পারাজ, রুবেল ও অজ্ঞাত ২/৩ জন মাহমুদা আক্তার নিপাকে জোরপুর্বক সিএনজি যোগে অপহরণ করে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (ওসি/তদন্ত) এবিএম মেহেদী মাসুদ বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। স্কুল শিক্ষার্থী উদ্ধারসহ অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
রূপগঞ্জে স্কুলে চুরি, কমপিউটারসহ চোর আটক
রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়নগঞ্জের রূপগেঞ্জ প্রাইমারী স্কুলে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল স্কুলের নৈশ প্রহরী (দাড়োয়ান) আওলাদ হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে স্কুলের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে কম্পিউটারসহ মুল্যেবান মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার মঙ্গলখালী এলাকায় ৬৬ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়। স্কুলের নৈশ প্রহরী আওলাদ হোসেন জানান, রোববার রাতে তিনি স্কুলের বারান্দায় বসে পাহারা দিচ্ছেলেন। এমন সময় ৫/৬ জন চোর এসে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে গলায় ধারলো ছুরি ঠেকিয়ে তার হাত পা বেধে ফেলে। পরে স্কুলের গ্রীল ভেঙ্গে লাইব্রেরীর ভিতরে প্রবেশ করে কমপিউটার ও বিভিন্ন মুল্যেবান মালামাল চুরি করে নিয়ে যায়। এ সময় আওলাদ এক চোরকে চিনে ফেলে। রোববার সকালে ঘটনাটি রূপগঞ্জ থানায় জানানো হলে রাসেল নামে এক চোরকে কমপিউটারসহ আটক করে রূপগঞ্জ থানা পুলিশ। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে।
রূপগঞ্জে বিভিন্ন অভিযোগে মাদক ব্যবসায়ীসহ ৬ জনের জেল-জরিমানা
রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন অভিযোগে এক মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন ও এসএম মাহফুজুর রহমান পৃথক আদালত বসিয়ে এ জেল-জরিমানা করেন।
আদালত সুত্রে জানা গেছে, মাদক বিক্রির অভিযোগে উপজেলার মঙ্গলখালী এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে রাসেল মিয়াকে এক ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অপর দিকে, তারাব পৌর নির্বাচনে এক প্রার্থীর পক্ষে কেন্দ্র করে আচরনবিধি লঙ্গন করে মাইকিং করার অভিযোগে শাহ-আলম নামে এক জনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া মুদি-মনোহরী মালামালে প্লাষ্টিক বস্তা ব্যবহারের অভিযোগে চার জনকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষনিক জরিমানার টাকা পরিশোধ করা হয়।
রূপগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনি মিয়া নামে এক ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার চণপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ২ নং ওয়ার্ডের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মোস্তাফিজুর রহমান জানান,জনি মিয়া মারপিট,মাদক, ছিনতাইসহ প্রায় হাফ ডজন মামলার আসামী। এছাড়া একটি মামলায় তার বিরুদ্ধে ৭ বছরের সাজা হয়েছে। দীর্ঘ দিন পলাতক থাকা জনি মিয়াকে সোমবার দুপুরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।