বিশেষ প্রতিনিধি : রাজধানীরসহ কয়েকটি জেলায় আকাশ মেঘলা ছিল সকাল থেকেই। সঙ্গে ছিল কনকনে হাওয়া। বিকেল হতেই বৃষ্টি। আর এর ফলে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ বুধবার বিকেল চারটার দিকে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়। ফলে আচমকাই যেন থমকে যায় রাজধানীর চিত্র। হঠাৎ এই বৃষ্টির জন্য বেশির ভাগ মানুষই প্রস্তুত ছিল না। তাই পথচারী অনেকে দৌড়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের বারান্দায় ও কার্নিশের নিচে। আবার অনেককে ভিজতে হয়েছে বাধ্য হয়ে। যারা রিকশায় ছিলেন তারাও পর্দা না থাকায় ভিজেছে। আর যাদের সঙ্গে ছাতা ছিল তারা রক্ষা পেয়েছে। সড়ক ও ফুটপাতের ছিন্নমূল মানুষ পড়েছে বেশি বিপাকে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, যে বৃষ্টি হয়েছে তা পশ্চিমা লঘু চাপ ও পুবালী বাতাসের সংমিশ্রনের কারণে হয়েছে। এই বৃষ্টির পর তাপমাত্রা কমে যাবে ও শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীতে আজ কতটুকু বৃষ্টি হয়েছে তার সঠিক হিসাব তাৎক্ষণিক ভাবে দিতে পারেনি অধিদপ্তর।
আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি। রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে গোলাম রাব্বানী জানিয়েছেন, হঠাৎ বৃষ্টির মুখোমুখি হতে হলো। কোনো প্রস্তুতি না থাকার কারণে ভিজতে হয়েছে। তবে এ বৃষ্টিতে ধুলোবালি কমে যাবে এতে তিনি স্বস্তি প্রকাশ করেছেন। আবহাও অধিদপ্তর বলছে, এই বৃষ্টি বেশিমাত্রায় হবে না। আগামীকালের মধ্যেই আকাশ পরিষ্কার হবে বলে আশা প্রকাশ করেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা।