চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মাঝে ১০০০ কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সংস্থা আর এস ডি এসের উদ্যোগে শীতার্তদের মাঝে শনিবার ১০০০ কম্বল বিতরণ করা হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভবানীপুরে এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অফিসার ওবায়দুর রহমান, ডাচ বাংলা ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখার ডিপুটী ম্যানেজার কল্যানীশীষ বিশ্বাস, আর এস ডি এসের নির্বাহী পরিচালক মঞ্জুরুল খান বাবু, সাজেদুর রহমান কবির ও এবি সিদ্দীক বিপ্লব। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ভবানীপুর ছাড়াও চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা, গোবরাতলা, নারায়নপুর, শাহাজাহানপুরের বিভিন্ন গ্রামে এ কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।