স্টাফ রিপোর্টার:
সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার এন,এ,এম পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে মাদক, ইভটিজিং ও অপরাধ সচেতনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বৈদ্যেরবাজার এন,এ,এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সোনারগাঁ থানা পুলিশ এ সমাবেশের আয়োজন করে।
বৈদ্যেরবাজার এন,এ,এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি জনাব শাহাদাত হোসেন ভুইয়ার সভাপতিত্বে সচেতনামূলক সমাবেশ প্রদান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ। এসব আবুল কালাম আজাদ উপস্থিত শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যত। বিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি দেশ ও সমাজের প্রতি তোমাদের দায়িত্ব রয়েছে। মাদক নির্মূল ও ইভটিজিং এর মতো বিভিন্ন অপরাধের পুলিশের পাশাপাশি তোমরা সচেতন হলে সমাজ থেকে আস্তে আস্তে এসব অপরাধ উঠে যাবে। এসময় তিনি বিদ্যালয়ের ১৩’শ ছাত্রছাত্রীকে মাদকের কুফল তার শাস্তি সম্পকে বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের ধারনা দেন।