রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নির্বাচিত মেয়র মিসেস হাসিনা গাজীর শপথ গ্রহন করেছেন। শপথ গ্রহন করার পর আওয়ামীলীগ নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা বিভাগীয় নির্বাচিত মেয়র ও কাউন্সিলদের কমিশনার কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহন করান ঢাকা বিভাগীয় কমিশনার জনাব জিল্লার রহমান। শপথ গ্রহনের পর মিসেস হাসিনা গাজীর পক্ষে আনন্দ মিছিল বের করা হয়। পরে সিদ্ধিরশ্বরী গাজী ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) ফুল দিয়ে মিসেস হাসিনা গাজীকে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারন সম্পাদক নাঈম ভুইয়া, মোকলেছুর রহমান জনি, ছাত্রলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান সজিব, প্রমুখ।
আলোচনা সভায় নির্বাচিত মেয়র মিসেস হাসিনা গাজী বলেন, এখন থেকেই আমার লক্ষ্য পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে রুপান্তর করা। সারা বাংলাদেশের মধ্যে এ পৌরসভাটি মডেল হিসেবে পরিচিতি থাকবে। মা বোনসহ পৌর জনগণের পাশে থেকে তাদের সহযোগিতা করা হবে। পৌরসভাকে উন্নয়ন ধারা অব্যাহত রাখা হবে। বিশেষ করে মাদক নির্মুল ও পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা হবে। সে ক্ষেত্রে পৌরবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন। এছাড়া যারা পৌরসভায় মেয়র হিসেবে দায়িত্বে ছিলেন, তাদের সহযোগিতাও কামনা করেন হাসিনা গাজী।