সোনারগাঁয়ে পারিবারিক কলহে গৃহবধুর আতœহত্যা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ গত সোমবার গভীর রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কোরবানপুর এলাকায় পারিবারিক কলহে নুরমহল বেগম (৩০) নামের এক গৃহবধু আতœহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে,গত সোমবার গভীর রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কোরবানপুর এলাকায় পারিবারিক কলহে ও স্বামীর সাথে অভিমান করে নুরমহল বেগম আতœহত্যা করেছে। এলাকাবাসী জানায় নিহতের স্বামী আলীনুর মিয়া (৪০) রাশিদা বেগম নামের এক মহিলাকে দ্বিতীয় বিয়ে করে এ নিয়ে দীর্ঘদিন যাবৎ তাদের সংসারে অশান্তি চলছে । এনিয়ে প্রথম স্ত্রী নুরমহলের সাথে তার স্বামীর সাথে প্রায় সময় ঝগড়া হতো যেকোন সময় মারধর করত। এরই জের ধরে সোমবার রাতে কেড়ির বড়ি খেয়ে ফেলে । হাসপাতালে নেওয়ার আগেই মরে যায়।পরে পুলিশে খবর দিলে নিহতের লাশ ্ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।