Sunday , 22 December 2024
নিউজ টপ লাইন
দিনাজপুর, চিরিরবন্দরে কাউন্সিলকে কেন্দ্র করে যুবলীগের সংঘর্ষ আহত ২

দিনাজপুর, চিরিরবন্দরে কাউন্সিলকে কেন্দ্র করে যুবলীগের সংঘর্ষ আহত ২

দিনাজপুর, চিরিরবন্দরে কাউন্সিলকে কেন্দ্র করে যুবলীগের সংঘর্ষ আহত ২

দিনাজপুর : দিনাজপুরের চিরিরবন্দরে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে ২ জন আহত হয়েছে । আজ সোমবার বেলা ১২ টায় উপজেলা চত্বরে গত কাউন্সিলকে কেন্দ্র করে যুবলীগের সভাপতি সুমন গ্রুপ ও অন্য একটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় । এতে ফতেজাং পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আহত হয়। বিষয়টি নিষ্পওির জন্য যুবলীগ নেতা আরফিন শাহ্ এগিয়ে গেলে সুমন গ্রুপে তাকেও  মার-ধর করে । এতে উভয় গ্রুপের মধ্যে উওেজনা ছড়িয়ে পড়ে । সংবাদ পেয়ে চিরিরবন্দর থানার পুলিশ এসে পরিস্থিতি ¯বাভাবিক করে ।  অফিসার ইনচার্জ মো: আনিছুর রহমান ঘটনা স্বীকার করে জানান পরিবেশ স্বাভাবিক রয়েছে।  এ ব্যাপারে উপজেলা যুবলীগ সভাপতি সমুন দাস , জানান, সোহাগ মোবাইল করে  তাকে সহ কয়েকজন নেতাকে অকথ্য ভাষায় গালাগলি করলে তার কাছে কৈফিয়ত চাওয়া হয়। তবে তার মার-ধরের বিষয়টি  তিনি অস্বিকার করেন। এ ঘটনায় চিরিরবন্দরে যুবলীগের উওেজনা বিরাজ করছে।  যে কোন মুহুর্তে পুণরায় সংঘর্ষের আশংকা করা হচ্ছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

সর্বশেষ নিউজ

ফেসবুক পেইজ The Daily Neighbour

ডেইলি নেইবার আর্কাইভ

February 2016
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
272829  
Scroll To Top