h
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগঁাঁও উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ের হাতুরাপাড়া এলাকায় গতকাল সোমবার বেলা ১২ টার দিকে ময়না ট্রেডার্স নামে একটি কারখানার পোড়া মবিলের ট্যাংকি পড়ে গিয়ে বিষাক্ত গ্যাসে কারখানার ম্যানেজার মাসুম (৩৬) ও নিরাপত্তা প্রহরী হান্নান (৩৮) নামে দুইজনের করুন মুত্যু হয়েছে। মৃত্যু মাসুম বরিশাল জেলার উজিরপুর থানার গাজীরপাড় গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও হান্নান নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দিগলদিকান্দা গ্রামের মৃত জিন্নাত আলী ছেলে।
খবর পেয়ে সোনারগাঁও থানার পুলিশের এসআই একেএম রেজাউল করিম ও এসআই মাকসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হয়। পরে বিকেল ৫ টার দিকে ঢাকা রাজধানীর ফুলবাড়িয়া ফায়ারস্টেশন সার্ভিসের থেকে প্রুপ লিডার আলাউদ্দিনের নেতৃত্বে একটি দল এসে মৃত দুই জনের লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
জানা গেছে, এশিয়ান হাইওয়ের হাতুরাপাড়া এলাকায় চঁাঁন-সুরুজ পেট্রোল পাম্পের মালিক মেহেদি হাসান পাম্পের পাশেই ময়না ট্রেডার্স নামে একটি কারখানায় পোড়া মবিল রিফাইনিং করে বাজারজাত করতো। গতকাল বেলা ১২ টার দিকে কারখানার ম্যানেজার মাসুম পা পিছলে পোড়া মবিলের ট্যাকিংর ভেতরে পড়ে যায়। এ সময় নিরাপত্তা প্রহরী হান্নান তাকে উদ্ধার করতে গিয়ে সেও ট্যাকিংর ভেতরে পড়ে গিয়ে মারা যায়।