খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তিনি এখন দম ফেলার চেষ্টা করছেন, শক্তি সঞ্চয় করছেন। একদিকে গণতন্ত্রের জন্য মায়া করছেন, অন্যদিকে কৌশল পাল্টিয়ে চূড়ান্ত আক্রমণ হানার চেষ্টা করছেন।’
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ইনু বলেন, ‘যুদ্ধপরিস্থিতি চলছে। খালেদা জিয়া পিছু হটায় এবং যুদ্ধাপরাধীদের বিচার চলায় আপাতত মনে হতে পারে যে পরিস্থিতি শান্ত। কিন্তু বিএনপি ও খালেদা এখনো ক্ষমা চায়নি, আত্মসমর্পণ করেনি, তওবা করেনি। তাই বিপদ রয়েই গেছে। উপরে উপরে পরিস্থিতি শান্ত হলেও, যুদ্ধ ও সংকট রয়েই গেছে।’
তিনি বলেন, ‘জঙ্গিবাদের পাহারাদার খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় করতে শেষ যুদ্ধটি আমাদের করতে হবে। যারা জেনে-বুঝে মিটমাটের কথা বলছেন, তারা আগুনসন্ত্রাসীদের বাংলাদেশের রাজনীতিতে জায়গা দেওয়ার চক্রান্ত করছেন।’
‘পরিত্যক্ত রাজনৈতিক আবর্জনা, বর্জ্য, সামরিক শাসনের আবর্জনা, সাম্প্রদায়িক আবর্জনা প্রমাণ করেছে যে বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী হয়নি। বরং দুর্গন্ধ ছড়িয়েছে, সুযোগ পেলেই ছোবল মেরেছে’ যোগ করেন ইনু।
খালেদা জিয়াকে ‘জঙ্গি পুনরুৎপাদনের কারখানা’ ও ‘জঙ্গি লালনকারী মাতা’ আখ্যা দিয়ে বলেন, ‘বাংলাদেশকে আফগানিস্তান ও পাকিস্তান বানানোর ষড়যন্ত্র এখনো চলছে। তাই তাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতেই হবে।’
সভায় আরও বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, দলটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদলসহ অনেকে।
প্রসঙ্গত, দীর্ঘ ছয় বছর পর শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে দলটির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।