স্টাফ রিপোর্টার:সোনারগাঁয়ের অতিত দিনগুলোর ইতিহাসের দিকে তাকালে সুস্পষ্ট দেখাযায় আমাদের পূর্ব পুরুষরা স্বার্থক আর আমরা ব্যার্থ , কারণ আমাদের পূর্ব পুরুষেরা সোনারগাঁকে বাংলার রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলো আর আজ অমরা সে রাজধানী সোনারগাঁ কে কোথায় এনেছি ? এর জন্য দায়ী আমরা কারণ আমাদের সঠিক নেতৃত্বের অভাবে ব্যাক্তিস্বার্থ চরিত্রাথের কারণে রাজধানী সোনারগাঁ কে ধ্বংষের চরম পর্যায়ে দাঁড় করেছি। উল্লেখিত কথাগওলো বলেছেন নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি ও জাতীয়পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব দ লিয়াকত হোসেন খোকা।
তিনি ১৯মার্চ শনিবার সোনারগাঁয়ের লালটি কুশবা থেকে দামাখোলা সড়কের উন্নয়ন কাজ , কুতুবপুর বাজার থেকে কুতুবপুর কবরস্থান রাস্তা মেরামত কাজ ,কাঁচপুর কুশাব মসজিদ থেকে সিরাজ মেম্বারের বাড়ী পর্যন্ত সড়ক র্নিমান কাজ,গোবিন্দপুর মহজমপুর বড় মসজিদ ফেরিঘটের রাস্তা র্নিমান , নোয়াগাঁ ও ইউনিয়নের গোবিন্দপুর পাকাব্রীজ থেকে গোবিন্দপুর জামান ভূইয়ার বাড়ি পর্যন্ত সড়কের আর সি সি করন , পরামেশ্বরদী দড়িপাকা থেকে কবরস্থান পর্যন্ত রাস্তা র্নিমান ও উপজেলার চৌড়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন কালে তিনি আরো বলেন,উন্নয়নের দিক সোনারগাঁ দলমত নির্বিশেষে সমাজের সব ভাল মানুষদের নিয়ে উন্নয়ন করে যাব ।
বেলা ১২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা ম্যারাথন কর্মদিবসের পালনের মধ্যদিয়ে দিনের বেলা উন্নয়ন মূলক কাজগুলো উদ্বোধনের পর গোবিন্দপুরস্থ একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কৃত্বি শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মাদক ও সন্ত্রামুক্ত সমাজ গড়ো তোলার আহবান জানান। এমপি আরো বলেন, যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত। তাই সকল পিতা মাতা তাদের সন্তানদের লেখা পড়ার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
এসময় এমপি খোকার সাথে বিভিন্ন কর্মসূচীতে উপস্থিত ছিলেন,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইউসুফ দেওয়ানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু, উপজেলা প্রকৌশলী নুর-নবী পাঠান, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম নান্নু, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু নাইম ইকবাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজ মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, ইউপি সদস্য নুরু মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন, আমির হোসেন প্রমূখ জাপা নেতা আ: সবুর খাঁন ,গোলাম সারোয়ার বাদল ও শিশির রয় প্রমূখ।