Monday , 23 December 2024
নিউজ টপ লাইন
ইউপির ৩য় ধাপে আ’লীগের ৬০৯ প্রার্থী ঘোষণা

ইউপির ৩য় ধাপে আ’লীগের ৬০৯ প্রার্থী ঘোষণা

স্টাফ রিপোর্টার: তৃতীয় ধাপের ৬৮৫টি ইউনিয়নের মধ্যে ৬০৯টিতে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ প্রার্থী তালিকা ঘোষণা করে দলটি।
1458397159
মাহবুব-উল আলম হানিফ বলেন, তৃতীয় ধাপের ৬৮৫টি ইউনিয়নে ৬০৯টিতে আমরা প্রার্থী ঘোষণা করছি। আমরা আশা করছি নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী নির্দিষ্ট সময়ের আগেই বাকি ৭৬টি ইউনিয়ন পরিষদে আমাদের প্রার্থী চূড়ান্ত করা সম্ভব হবে। আগামী ২৩ তারিখের মধ্যেই বাকি ৭৬টি ইউনিয়নে দলীয় প্রার্থী ঘোষণা করতে সক্ষম হবো।

তিনি বলেন, চতুর্থ ধাপের নির্বাচনের জন্য আগামী ২৫ মার্চের মধ্যে তৃণমূল থেকে ১জন করে প্রার্থী চূড়ান্ত করে কেন্দ্রের পাঠানোর নির্দেশনা দিয়েছি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, আমরা আশা করি, দলের মনোনীত প্রার্থীর পক্ষে দলের সকল নেতাকর্মীর কাজ করবে। দলের মাঠ পর্যায়ের কোন কর্মীই দলের প্রার্থীর বিপক্ষে কাজ করবে না।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে বলেছি, যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছে তাদের দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এখন আবারো বলতে চাই দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। এ বিষয়ে পরবর্তী কার্যনির্বাহী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। শুধু বিদ্রোর্হী নয়, বিদ্রোহী প্রার্থীর পক্ষে কোনো পর্যায়ের নেতাকর্মী যদি প্রচার-প্রচারণা করে, মদদ দেয় তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাদের অপরাধ অনুযায়ি সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, এসএম কামাল হোসেন প্রমুখ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

সর্বশেষ নিউজ

ফেসবুক পেইজ The Daily Neighbour

ডেইলি নেইবার আর্কাইভ

March 2016
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll To Top