সিনেমাটির মহরতে অংশ নিতে সোমবার দুপুরে ঢাকায় আসেন টালিগঞ্জের নায়িকা শ্রাবন্তী। এরপর সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে সিনেমাটির মহরতে অংশ নেন। এবারই প্রথম ঢাকায় আসেন টালিউডের জনপ্রিয় এই মুখ। যদিও এক দিনের জন্য এবারের ঢাকায় আসা। তবে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে আবারো ঢাকায় আসবেন শ্রাবন্তী।
আগামি ১৪ই মার্চ থেকে কলকাতায় ছবিটির শুটিং শুরু হবে। এরপর বাংলাদেশ হয়ে ইউরোপের বিভিন্ন দেশেও এর শুটিং হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার সকালেই শ্রাবন্তী কলকাতা ফিরে যাবেন।
‘শিকারি’ ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের আব্দুল্লাহ জহির বাবু আর ভারতের পেলে চ্যাটার্জি। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশ থেকে সীমান্ত ও কলকাতার জয়দেব। শাকিব খান ও শ্রাবন্তী ছাড়া সিনেমাটিতে অভিনয় করছেন বাংলাদেশের অমিত হাসান, সুব্রত, শিবা সানু এবং ভারতের রাহুল দেব, সব্যসাচী, লিলি।