আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দক্ষিণের শহর রস্তভ-অন-ডনে একটি বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও কেবিন ক্রুসহ ৬২ আরোহী নিহত হয়েছেন। খবর রাশিয়া টুডের।
ফ্লায়িং দুবাই বোয়িং ৭৩৮-এর বিমানটি দুবাই থেকে রাশিয়া যাওয়ার পথে অবতরণের সময় রানওয়ে থেকে ছিঁটকে পড়ে। এ সময় বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় বিমানের পাইলট ও কেবিন ক্রুসহ সব আরোহীই নিহত হন। তীব্র বাতাসের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রায় ১০০ জন উদ্ধারকর্মী আগুন নেভানোর চেষ্টা করছেন। –