স্টাফ রিপোর্টারঃ
৪ই জুন অনুষ্ঠিত বন্দরে মদনপুর ইউপি নির্বাচনে অত্র ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে বৈদ্যুতিক পাঁখা মার্কায় বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হয়েছেন মো. খলিলুর রহমান খলিল । বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্ভরযোগ্য সূত্র মারফত জানা যায় যে, শনিবার চাঁনপুর মাদ্রেসা মাঠে অত্র ওয়ার্ডের ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত ভোট গ্রহণে মোট ১৩৩৫ এর মধ্যে ৮০৫ ভোট পেয়ে মো. খলিলুর রহমান খলিল বিজয় অর্জন করেন।
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বলে এলাকাবাসী নিশ্চিত করেছেন। এ বিজয়ের পর অত্র ওয়ার্ডের জনগণ ও বিশেষ করে চাঁনপুর গ্রামের জনগণ ব্যাপক উল্লাসে ফেঁটে পড়েন এবং যোগ্য প্রার্থী হিসেবে মো. খলিলুর রহমান খলিল জয়লাভ করেছেন বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ ও অত্র অঞ্চলের নির্বাচন বিশ্লেষকরা। উল্লেখ্য বৃষ্টি বাধা না হয়ে দাড়ালে আরও বিপুল ভোট মো. খলিলুর রহমান খলিল পেতেন বলে মনে করেন অত্র প্রার্থীর কর্মী ও সমর্থকরা।