নিউজ ডেস্ক, বিডিকন্ঠ: কক্সবাজারের ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনসুর আলম ওরফে বলি মনসরের ছেলে জাহিদ হোসেন জিকুর (২৯) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মনসুর আলম স্থানীয় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শুক্রবার সকালে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে ডিবি পরিচয়ে জিকুকে তার সিকদার পাড়াস্থ শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আর শুক্রবার সকালে তার লাশ পাওয়া যায়।
পুলিশের ভাষ্য, ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা এলাকায় পথচারীরা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। উদ্ধারের পর স্থানীয়রা সাবেক চেয়ারম্যান মনসুরের ছেলে বলে শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। কক্সবাজার মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, কে বা কারা তাকে মেরেছে এখনও নিশ্চিত হয়ে কিছু বলা যচ্ছে না। হয়তো তার বাহিনীর কোন্দলে জিকু গুলিবিদ্ধ হয়ে থাকতে পারেন।