ক্রীড়া ডেস্ক :
দর্শকের ভোটে রোনালদোকে পেছনে ফেলে ইউরোর সেরা গোলের পুরস্কারটি জিতে নিলেন হাঙ্গেরির মিডফিল্ডার জোলতান গেরা। পর্তুগালের বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচের ১৯তম মিনিটে বুক দিয়ে বল নামিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেছিলেন ৩৭ বছর বয়সী গেরা। ৩২ শতাংশ ভোটে এ গোলটিকে সেরা হিসেবে বেছে নিয়েছেন ফুটবলপ্রেমীরা।
সেমি-ফাইনালে ওয়েলসকে ২-০ ব্যবধানে হারানো ম্যাচে রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড রোনালদোর হেড দিয়ে করা গোলটি ২৪ শতাংশ ভোট নিয়ে হয়েছে দ্বিতীয়। আর ২৩ শতাংশ ভোট নিয়ে সুইজারল্যান্ডের জেরদান শাকিরির গোলটি হয়েছে তৃতীয়।
স্বাগতিক ফ্রান্সের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে পর্তুগালকে প্রথম বড় শিরোপার উচ্ছ্বাসে ভাসানো এদেরের গোলটি ১৬ শতাংশ ভোট নিয়ে হয়েছে চতুর্থ। ৫ শতাংশ ভোট নিয়ে পঞ্চম হয়েছে বেলজিয়ামের বিপক্ষে ওয়েলসের মিডফিল্ডার হ্যাল রবসন-কানুর গোলটি।