নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে স্কুলছাত্র জিসান হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জিসান মনোহরদী উপজেলার শুকুন্দী গাছুয়ারকান্দা গ্রামের প্রবাসী মোস্তফা কামাল ও সাবেক ইউপি সদস্য সেলিনা বেগমের ছোট ছেলে এবং শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমির অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র।
এলাকাবাসীর আয়োজনে ওই মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
শুকুন্দী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাদিকুর রহমান শামীমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- পার্শ্ববর্তী শিবপুর উপজেলা পরিষদ চেয়ার্যান মো. আরিফুল ইসলাম মৃধা, শুকুন্দী ইউপির বর্তমান চেয়ারম্যান আবদুল গণি ফরাজী, একদুয়ারিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আনিছুজ্জামান মিটুল, উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মো. বজলুল হক বজলু, যুবলীগের আহ্বায়ক এমএস ইকবাল আহমেদ প্রমুখ।
প্রসঙ্গত, গত ঈদুল ফিতরের দিন আনন্দ উপভোগ করতে বন্ধুদের সঙ্গে ভৈরব ব্রিজ ও আশপাশের এলাকায় বেড়াতে যায় জিসান। বেড়ানো শেষে সেখান থেকে বাসে করে বাড়ির উদ্দেশে আসার পথে শিবপুর উপজেলার সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে এসে গাড়ির চালক তাদেরকে নামিয়ে দেওয়ায় তার সঙ্গে জিসান ও তার বন্ধুদের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে তারা জিসানের ওপর হামলা চালায়। স্থানীয় লোকজনের সহায়তায় জিহানকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। সেখানে সাত দিন মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।