নিজস্ব প্রতিবেদক :
হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ জাতীয়করণ করতে, শিক্ষার মান উন্নয়ন এবং জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সুধীজনের মতবিনিময় সভা গতকাল ১৬ জুলাই কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়। কলেজ গভর্নিংবডির সদস্য মোঃ আবু ইউসুফের সভাপতিত্বে ও কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ মাহবুব হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ হামিদুল হক মুন্সী। বক্তব্য রাখেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সফিকুল আলম পাঠান, বাংলা প্রভাষক ফরিদা ইয়াছমিন, মতলবের আছলছিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্য গোপাল সরকার, চেঙ্গাতলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ হেলাল উদ্দিন প্রধানীয়া, সমাজসেবক মোঃ হাসানাত খান, অভিভাবক মোঃ মাহবুব আলম প্রধানীয়া, কলেজের শিক্ষার্থী ফয়সাল মাহমুদ, সারমিন, অনুপমা, ফেরদাউসসহ আরো অনেকে। বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী ৯ বীর শহীদের সমাধিস্থল এ গ্রামে। তাদের স্মরণে নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠিত হয়। সে থেকে কলেজটি শিক্ষা বিস্তারের জন্যে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং গভর্নিংবডির তদারকির ফলে কলেজটির সুনাম বয়ে আসছে। বর্তমানে কলেজটি জাতীয়করণে যা দরকার ছাত্র/ছাত্রী, অবকাঠামো উন্নয়ন, মাঠ ও ভবন তা সবই আছে। কিন্তু বর্তমান সরকার সারাদেশের ১৯৯টি কলেজকে জাতীয়করণের ঘোষণা দিলেও নাসিরকোট শহীদ স্মৃতি কলেজটি তার আওতায় পড়েনি। বক্তারা আরো বলেন, সারা বাংলাদেশে খোঁজ নিয়েও ৯ জন বীর শহীদের সমাধিস্থল ও শহীদদের স্মৃতি বিজড়িত কলেজ আছে কিনা তা সন্দেহ আছে। তাই কলেজটি জাতীয়করণ করার জন্যে সরকারের কাছে জোর দাবি জানাই। বক্তারা সবাই জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ারও জোর দাবি জানান।