ক্রীড়া ডেস্ক :
বাংলাদেশে ব্রাজিল- আর্জেন্টিনার ভক্তদের সম্পর্ক যতোই দা-কুমড়ার মতো হোক না কেনো, এই দুই দেশের দুই মহাতারকা মেসি ও নেইমারের ভ্রাতৃত্ব কিন্তু অসাধারণ! তারই আরো একটা প্রমাণ পাওয়া গেলো।
কোপার ফাইনাল হেরে হতাশায় ডুবে থাকা মেসিই এবারের ব্যালন ডি অর পাওয়ার সেরা যোগ্য বলে মন্তব্য করেছেন নেইমার।
সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি। নেইমার বলেন, ‘মেসি এ বছর অসাধারণ ফুটবল খেলেছে। সে লা লিগা জিতেছে এবং কোপায় আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছে। এবারের ব্যালন ডি অর তারই প্রাপ্য।’
গত আট বছরের মধ্যে পাঁচবারই ব্যালন ডি অর জিতেছেন মেসি। বাকি তিনবার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারও মেসির সবচেয়ে বড় প্রতিপক্ষ তিনিই।
রোনালদোকে অবশ্য ছোট করে দেখেননি নেইমার। তার মতে, রোনালদো ভালো খেলেছেন। তবে তার ভালো খেলা মেসির চেয়ে বেশি নয়। নেইমার মনে করেন, রোনালদো যতোই ভালো হোক না কেনো, এবারের ব্যালন ডি অর আসলে মেসিরই প্রাপ্য।