নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তারেক হোসেন নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশ কনস্টেবল মহিন উদ্দিন, হেলাল চৌধুরী, মাইন উদ্দিন ও সালাহ উদ্দিন আহত হয়েছেন। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন জানান, ভোরে পার্বতীনগর এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ওই এলাকায় পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দল পিছু হটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তারেক হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, তারেক হোসেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনসহ ১১টি মামলা রয়েছে।