নিজস্ব প্রতিবেদক:
ঢাকা: কারাগারে বন্দি সিনিয়র সাংবাদিক শফিক রেহমানকে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
একই সঙ্গে হাইকোর্টে জামিন খারিজের বিরুদ্ধে তাকে আপিল করার অনুমতি দেওয়া হয়েছে।
রবিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে শুনানিতে শফিক রেহমানের পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।