আন্তর্জাতিক ডেস্ক :
মঙ্গলবার সকালে ইস্তাম্বুলে নিজ বাসভবনের সামনে হাজারো সমর্থকের সামনে কথা বলেন এরদোগান। এ সময় তার সমর্থকরা তুরস্কে মৃত্যুদণ্ডের বিধান পুনর্বহালের দাবি জানায়।
এ সময় এরদোগান বলেন, ‘আজ আমেরিকায় কি মৃত্যুদণ্ড নেই? কিংবা রাশিয়ায়, চীনে? এবং বিশ্বের অন্যান্য দেশে? শুধু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে কোনো মৃত্যুদণ্ড নেই।’
তিনি আরো বলেন, ‘তুরস্ক আইন দ্বারা পরিচালিত একটি গণতান্ত্রিক দেশ এবং এখানে জনগণ যা চায়, সেই দাবিকে আপনি উপেক্ষা করতে পারেন না।’
মৃত্যুদণ্ড পুনর্বহালের বিষয়ে আলোচনা করতে আগামীকাল বুধবার তুরস্কে পার্লামেন্ট বসতে যাচ্ছে।
তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, তুরস্ক যদি মৃত্যুদণ্ড পুনর্বহাল করে তবে ইইউতে যোগ দেওয়ার তাদের দীর্ঘদিনের আলোচনা শেষ হয়ে যাবে।
ইউরোপীয় ইউনিয়নের সদস্যপ্রাপ্তির উদ্দেশ্যে ২০০৪ সালে মৃত্যুদণ্ড বিলুপ্ত করে তুরস্ক।
সেন্ট লরেন্স ইউনিভার্সিটির অধ্যাপক হাওয়ার্ড ইসেন্সট্যাট বলেছেন, ‘এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে আগ্রহী নন এরদোগান। তবে তিনি সত্যিই যদি তুরস্কে মৃত্যুদণ্ড পুনর্বহাল করেন, তবে সেই সিদ্ধান্তই তুরস্কের জন্য ইইউর দরজা বন্ধ করে দিতে যথেষ্ট হবে।’
তথ্যসূত্র : আল জাজিরা