ক্রীড়া ডেস্ক :
অবশ্য জাকারবার্গের চ্যালেঞ্জটা খেলার মাঠে নয়, মোবাইলের স্ক্রিনে। তবে ব্রাজিল তারকা সেই চ্যালেঞ্জ মাথা পেতে নিয়ে পাল্টা হুমকিই ছাড়লেন জাকারবার্গের দিকে!
ফেসবুকের মেসেঞ্জার অ্যাপটি অনেকেই ব্যবহার করেন। ফেসবুক কয়েক দিন আগে সেখানে ফুটবল নিয়ে একটি গেম ছেড়েছে। খেলাটিতে মূল কাজ হচ্ছে বল মাটিতে না পড়া পর্যন্ত সেটি আঙুলের স্পর্শে লোফালুফি করতে থাকা। বল পড়তে না দিয়ে জাকারবার্গ সেই কাজটা টানা ৩৭ বার করতে পেরেছেন।
পরে ফেসবুকে একটি ভিডিওতে নেইমারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জাকারবার্গ বলেছেন, ‘জীবনে কখনো কোনো ফুটবল খেলায় জিতিনি। কিন্তু আজ আমার দিন। মেসেঞ্জারে আমাদের গোপন সকার ইমোজি গেমে নেইমারকে চ্যালেঞ্জ জানাচ্ছি আমি।’
নেইমারও চ্যালেঞ্জটা নিতে দেরি করেননি। বার্সেলোনা ফরোয়ার্ড জাকারর্বাগের পোস্টের নিচে কমেন্টে লিখেছেন, ‘চ্যালেঞ্জ গ্রহণ করা হলো। আমি অনুশীলন করব। আগামীকাল আপনার সাথে কথা হবে।’
মাঠের খেলায় তো অনেককেই হারিয়েছেন, এবার মোবাইলের খেলায় নেইমার জাকারবার্গকে হারাতে পারেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা!