আন্তর্জতিক ডেস্ক :
তাইওয়ানে অটোমেটেড টেলার মেশিনের (এটিএম) নেটওয়ার্ক হ্যাক করে ২৫ লাখ ডলার চুরি করেছে একদল ইউরোপীয় হ্যাকার।
হ্যাকিং ও অর্থ চুরির অভিযোগে সোমবার তিনজন বিদেশিকে গ্রেপ্তার করেছে তাইওয়ান পুলিশ। পূর্ব ইউরোপ এবং রাশিয়ার একদল অপরাধী চক্র ম্যালওয়্যার সফটওয়্যার ব্যবহার করে ফার্স কমার্সিয়াল ব্যাংকের এটিএম নেটওয়ার্ক হ্যাক করে।
সিসিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনজন ব্যক্তি চুরি করা অর্থ ব্যাগে নিয়ে এটিএম থেকে পালিয়ে যাচ্ছে। সন্দেহভাজন এক লাটভিয়ানকে তাইওয়ানের উত্তরাঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি দুজনকে রাজধানী তাইপে তেকে গ্রেপ্তার করা হয়েছে।
এটিএম থেকে চুরি হওয়া অর্থের প্রায় অর্ধেকটা উদ্ধার করা হয়েছে। তবে এ চক্রের সঙ্গে জড়িত অন্য ১৩ জনকে খুঁজছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে।